☰ |
|
![]() |
সাক্ষাতকার |
গান শোনার পাশাপশি মানুষ দেখতেও চায় |
6, December, 2018, 12:47:30:AM |
![]() |
আতিক শামস। একজন তরুণ কণ্ঠশিল্পী। ‘খুব অচেতন’নামের একটি বিশেষ মিউজিক ভিডিও দিয়ে সংগীতাঙ্গনে পরিচিতি পায় এ শিল্পী। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিওতেও দেখা গেছে তার সাবলীল উপস্থিতি। এর আগেও আতিক শামস মার্কস মিল্ক এর একটি বিজ্ঞাপনে কাজ করেন। ২০১২ থেকে গানে কাজ শুরু করেন তিনি। ঢাকা মেইলের স্টাফ করেসপন্ডেন্ট আবু ইউসুফ রাসেলের সঙ্গে সম্প্রতি গল্পে মেতেছেন আতিক শামস। ঢাকা মেইল : বর্তমান ব্যস্ততা কি নিয়ে?? আতিক শামস: বর্তমান ব্যস্ততা যাচ্ছে দিলসাদ নাহার কনা আপুর সাথে ২টি ডুয়েট গান করেছি ‘প্রেমের ছোয়াতে’ অন্যটি ‘যেখানে তোর ছায়া’ ২টি গান এর শুটিং করেছি সিলেটের মনোরম লোকশনে। আমার বিশ্বাস দর্শকের দুটি গানের মিউজিক ভিডিও দেখে তারা অনেক প্রশংসা করবেন ও তাদের চোখ জুড়ে যাবে। এই দুটি গানের কথা ও সুর আবিদ রনির। গান দুটি এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন। ঢাকা মেইল: বর্তমান সময়ে মিউজিক ভিডিও ছাড়া গান হিট হচ্ছে না। এ বিষয়টা কিভাবে দেখছেন? আতিক শামস: সময় ও যুগের সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়। একটা সময় অডিও যুগ ছিলো। মানুষ তখন শুধু গান শুনতো। এখন তারা দেখতেও চায়। বর্তমানে অডিও’র বাজার মন্দা। এ সময় মিউজিক ভিডিও ছাড়া গানের জনপ্রিয়তা পাচ্ছে না। ঢাকা মেইল : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আতিক শামস: ভালো মানুষ হতে চাই। ইন্ড্রাস্ট্রিতে ভালো কাজ করতে চাই, গান নিয়ে হোক বা অভিনয় নিয়ে হোক। ভালো কাজ মাধ্যমে যেনো সমজের মানুষের পাশে দাড়াতে পারি। ঢাকা মেইল: মাস পেরুলেই নতুন বছর আসছে, ২০১৯ সালে আপনার কি প্রত্যাশা ? আতিক শামস: আশা করি ২০১৮ সাল থেকে ২০১৯ সাল অনেক ভালো যাবে। কারণ১৮ সালে অনেক কাজ করেছি ১৯ সালেও হাতে অনেক কাজ থাকবে। অনেক পরিকল্পনা আছে। সব কাজ ভালো হবে আশা করছি। নতুন বছরে গানের শুটিং করার জন্য ইতালি ও ইউএসে যাবো। সব মিলিয়ে ১৯ সাল অনেক ভালো যাবে। ঢাকা মেইল: ২০১৮ সাল কেমন গেলো আপনার? আতিক শামস: ২০১৮ সালও অনেক ভালো কেটেছে। কাজ করে সময় পার করেছি। ঢাকা মেইল: কাকে অনুপ্রেরণা হিসেবে মানেন? আতিক শামস: আমার বাবা চন্দন চৌধুরী আমার অনুপ্রেরণা। তিনি নব্বই দশকে অনেক কাজ করেছেন। তিনি গেরিলা ছবিতে বল বীর গানটি গেয়েছেন। তার কাছ থেকে আমি গান শিখেছি। বাবাই আমার প্রেরণা। তবে বিশেষ ধন্যবাদ জানাই আমার এতো কিছু অর্জন এর পিছনে যার হাত তিনি হলেন সংগীত পরিচালক আবিদ রনি। উনি একজন রুচিশীল মিউজিক পরিচালক ও ব্যক্তিত্ব সম্পুর্ণ মানুষ। আল্লাহ উনাকে দীর্ঘজীবী করুক। ঢাকা মেইলকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আতিক শামস: ঢাকা মেইল পরিবারকেও ধন্যবাদ। |
সাক্ষাতকার |
সর্বশেষ |
![]() Chief Editor and publisher : Moynul Islam Milon ![]() Cheif Editorial Adviser : Md. Munir Hossain (JM) ![]() Kazi Emdadul Hoque(Editor) Sara Bangla ![]() Kazi Obaidul Hoque(Editor) Finance |
|