Kazi Emdadul Hoque :
১৫আগস্ট, জাতিরপিতাবঙ্গবন্ধুশেখমুজিবুররহমানের৪৭তমশাহাদাতবার্ষিকীএবংজাতীয়শোকদিবস।গোটাজাতিরসঙ্গেস্বাভাবিকভাবেইনানাকর্মসূচিরমাধ্যমেদিবসটিপালনকরেথাকেআওয়ামীলীগসহসহযোগীসংগঠনগুলো, যারমধ্যেরয়েছেযুবলীগও।তবেশোকদিবসঘিরেতৈরিকরাঅনেকব্যানার-পোস্টারইছেয়েথাকতেদেখাযায়সংগঠনেরনেতাদেরমুখশ্রীতে।শোকপালনেরছদ্মবেশেতাযেনোপরিণতহয়আত্মপ্রচারেরহাতিয়ারে।তারজন্যসমালোচনারতীরেওবিদ্ধহতেহয়বৈকি।
তবে গতবছর থেকে যুবলীগের ক্ষেত্রে সেই চিত্রটি পাল্টে গেছে। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ীই আত্মপ্রচারের সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। এবারে যুবলীগ কিংবা সংগঠনের নেতা-কর্মীদের পক্ষ থেকে তৈরি করা কোনো ফেস্টুন, ব্যানার বা পোস্টারেই নেই কোনো নেতার ছবি। বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহিদদের ছবি দিয়েই শ্রদ্ধা জানানো হয়েছে ফেস্টুন-ব্যানার-পোস্টারে।
|