☰ |
|
![]() |
জাতীয় |
বিএনপির মিছিল থেকে পেট্রোল বোমা মারার শঙ্কায় জনগণ: তথ্যমন্ত্রী |
29, July, 2022, 9:55:26:PM |
![]() |
Nafisa Akter ton
তিনি বলেন, ‘করোনার পর ইউক্রেন যুদ্ধের প্রভাবে এখন ইউরোপ-আমেরিকাতেও বিদ্যুৎ রেশনিং হচ্ছে এবং যে বিএনপি বিদ্যুৎ দাবি করায় গুলি করে মানুষ হত্যা করেছিল, সেই বিএনপির ডাকা মিছিলের হারিকেন থেকে পেট্রোল বোমা বের হয় কি না তা নিয়ে এখন জনগণ শঙ্কিত। ’
শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ঢাকায় বাংলা একাডেমিতে `স্বনন` আয়োজিত আবৃত্তি অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকরা রাজনীতি প্রসঙ্গে লোডশেডিংয়ের সময় হারিকেন নিয়ে বিএনপি’র মিছিল ডাকার বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী একথা বলেন।
আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য দশগুণ বেড়েছে ও তেলের মূল্য রেকর্ড ছাড়িয়েছে ফলে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোও বিদ্যুৎ উৎপাদনে হিমশিম খাচ্ছে উল্লেখ করে মন্ত্রী এসময় বিদ্যুৎ সাশ্রয়ে উন্নত দেশগুলোতে নেয়া ব্যবস্থার খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে মোবাইলে এসএমএসের মাধ্যমে জনগণকে বিদ্যুৎ সাশ্রয় করার আহবান জানানো হয়েছে। বিদ্যুৎ সংকটের আশংকায় জাপানে এবং ফ্রান্সেও জনগণের প্রতি একই আহবান জানানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি। সেখানেও এর সাশ্রয়ের জন্য বলা হয়েছে এবং অনেক শহরে পানি গরম করার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও সিডনিতে দুই ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। আর ছয় বছরের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত।
Nafisa Akter Tonu :
তথ্যওসম্প্রচারমন্ত্রীএবংআওয়ামীলীগেরযুগ্মসাধারণসম্পাদকড. হাছানমাহমুদবলেছেন, বিএনপিরমিছিলেরহারিকেনথেকেপেট্রোলবোমাবেরহয়কিনা, তানিয়েজনগণশঙ্কিত।
তিনিবলেন, ‘করোনারপরইউক্রেনযুদ্ধেরপ্রভাবেএখনইউরোপ-আমেরিকাতেওবিদ্যুৎরেশনিংহচ্ছেএবংযেবিএনপিবিদ্যুৎদাবিকরায়গুলিকরেমানুষহত্যাকরেছিল, সেইবিএনপিরডাকামিছিলেরহারিকেনথেকেপেট্রোলবোমাবেরহয়কিনাতানিয়েএখনজনগণশঙ্কিত। ’
u : |
জাতীয় |
সর্বশেষ |
![]() Chief Editor and publisher : Moynul Islam Milon ![]() Cheif Editorial Adviser : Md. Munir Hossain (JM) ![]() Kazi Emdadul Hoque(Editor) Sara Bangla ![]() Kazi Obaidul Hoque(Editor) Finance |
|