Staff Reporter BBC(Crime Ne
গণপরিবহনের বিশৃঙ্খলা দূর করতে প্রথম পর্যায়ে রাজধানীর একটি রুটে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’। এক রুটে বিভিন্ন কোম্পানির বাসের পরিবর্তে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগে রোববার (২৬ ডিসেম্বর) কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু করা হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’।
প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই রুটে প্রথম দিন (রোববার) সবুজ রঙের ৫০টি বাস দিয়ে শুরু হচ্ছে গণপরিবহনের এই সেবাটি। শনিবার (২৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা হয়ে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম উদ্বোধন করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ের রুট রেশনালাইজেশনের ২১ কিলোমিটারের এ রুটে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও দুই মাসের মধ্যে তা ১০০টিতে উন্নীত করা হবে। ২১ কিলোমিটারের এ রুটে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই টাকা ২০ পয়সা। ws24.net) :
|