Staff Reporter BBC(Crime News24.net) :
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, প্যান্ডোরা পেপার্সে যাদের নাম এসেছে, তাদের সম্পর্কে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্ট ডিভিশনে তথ্য জমা দিয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাশেষে এ কথা জানান অর্থমন্ত্রী। প্যান্ডোরা পেপার্সে দেশের একজন খ্যাতিমান ব্যবসায়ীসহ চার ব্যবসায়ীর নাম এসেছে। এ বিষয়ে তার অভিমত জানতে চাইলে তিনি বলেন, যাদের নাম এসেছে, দুদক তাদের নামের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে। বিষয়টি হাইকোর্টের এখতিয়ারে। মামলাটি চলমান। আমি মনে করি, এ বিষয়ে আমার মতামত দেওয়া যুক্তিযুক্ত হবে না। যেহেতু বিষয়টি একটি মামলার আওতায় চলে গেছে এবং এটি প্রক্রিয়াধীন, আমার মতামত না দেওয়াই উত্তম। এসময় অর্থমন্ত্রী সংবাদ কর্মীদের বলেছেন, আমরা আপনাদের হালনাগাদ তথ্য দিতে পারব। তবে সেটা সংক্ষিপ্ত আকারে দেওয়া যাবে। মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত হালনাগাদ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথমে ৪৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা আসে। সে তালিকা হাইকোর্টে দেওয়া হয়েছে। পরে যা আসবে, সেটাও দেওয়া হবে পর্যায়ক্রমে। আমি বিশ্বাস করি, ন্যায়বিচার পাব। আদালত যা সিদ্ধান্ত দেবেন, তা মেনে নেব।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগের ৫টি, শিল্প মন্ত্রণালয়ের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের ৩টি, রেলপথ মন্ত্রণালয়ের ২টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি প্রস্তাবনা ছিল।
|