☰ |
|
![]() |
মতামত |
সংবাদ বিজ্ঞপ্তি : ভার্চুয়াল মানববন্ধন - ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা চূড়ান্ত করার দাবি |
24, June, 2021, 9:56:11:PM |
![]() |
(Desk Reporter): “খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা, ২০২১”দ্রুত চূড়ান্ত করার দাবিতেভার্চুয়াল মানববন্ধন করেছে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), ন্যাশনাল হার্টফাউন্ডেশন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ বিভিন্ন সংগঠন, শ্রেণি, পেশা ও বয়সের মানুষ।
আজসোমবার ২১ জুন সকাল ১১টায় দেশের সকল বিভাগ থেকে তারা একযোগেপ্ল্যাকার্ড, ফেস্টুনও পোস্টারসহ নিজেদের ছবিসামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই ভার্চুয়াল মানববন্ধনে অংশ নেন।
শিল্পোৎপাদিত ট্রান্সফ্যাট খাদ্যের একটি বিষাক্ত উপাদান যাহৃদরোগজনিত অকাল মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রতিবছর পৃথিবীতে প্রায় পাঁচ লাখ মানুষট্রান্সফ্যাটঘটিত হৃদরোগে মৃত্যুবরণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৩ সালের মধ্যে বিশ্বেরখাদ্য সরবরাহ শৃঙ্খল থেকে ট্রান্সফ্যাট নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশনিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে খসড়া প্রবিধানমালাপ্রস্তুত করলেও সেটি এখনও চূড়ান্ত হয়নি।
মানববন্ধনে অংশ নিয়েন্যাশনালহার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের অধ্যাপক ডা.সোহেল রেজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশে হৃদরোগের প্রকোপ দিন দিন বাড়ছে। খাদ্যদ্রব্যেট্রান্সফ্যাট হৃদরোগের অন্যতম প্রধান কারণ। তাই হৃদরোগের ঝুঁকি কমাতে দ্রুততমসময়ের মধ্যে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা চূড়ান্ত করা প্রয়োজন।’
প্রজ্ঞা’রনির্বাহীপরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘যত দ্রুত ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালাবাস্তবায়ন করা হবে তত দ্রুত হৃদরোগ ঝুঁকি থেকে সুরক্ষা পাবে জনস্বাস্থ্য।’ |
মতামত |
সর্বশেষ |
![]() Chief Editor and publisher : Moynul Islam Milon ![]() Cheif Editorial Adviser : Md. Munir Hossain (JM) ![]() Kazi Emdadul Hoque(Editor) Sara Bangla ![]() Kazi Obaidul Hoque(Editor) Finance |
|