(Special Correspondent): ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবলথেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে বলেমন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৭ জুন) রাজধানীর কাফরুলইব্রাহিমপুরে এডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে স্থানীয় জনগণেরউদ্যোগে স্বেচ্ছায় রাস্তা প্রশস্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথাবলেন।

মেয়র বলেন, ডিএনসিসি র ৪ নম্বর অঞ্চলের১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিতভাবে গড়েউঠেছে। এসব ওয়ার্ডের রাস্তাঘাট এতই অপ্রশস্ত যে, বিপদকালীন সময়ে জরুরিঅ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারত না। এমনকি এই এলাকার বাড়ি-ঘর থেকে মৃতদেহবের করাটাও খুবই কঠিন ছিল। প্রশস্ত রাস্তার গুরুত্ব অনুধাবন করে এই এলাকারসাধারণ জনগণ একত্রিত হয়ে ভলান্টিয়ার হিসেবে এগিয়ে আসায় এলাকার অপ্রশস্তরাস্তা প্রশস্ত করা সম্ভব হয়েছে।
|